Gautam Gambhir: গম্ভীরের সঙ্গে কথাবার্তা পাকা, শুধু ঘোষণার অপেক্ষা? দাবি বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরই কি রোহিত-বিরাটদের পরবর্তী কোচ? আইপিএল শেষ হওয়ার পর এই খবর চাউর হয়ে গিয়েছে। গৌতির মেন্টরশিপে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে দু'বার প্লে অফে তোলেন লখনউ সুপার জায়ান্টসকে। সরাসরি কোচিংয়ের কোনও অভিজ্ঞতা না থাকলেও আইপিএলের দলের সঙ্গে মেন্টর হিসেবে তিন বছর ধরে জড়িত। তাই ভারতীয় দলের নতুন কোচের দৌড়ে এগিয়ে গম্ভীর। আবেদন জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে গিয়েছে। আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির হাই-প্রোফাইল মালিক, যিনি বোর্ডের কর্তাদের খুব কাছের, তাঁর দাবি, গম্ভীরের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে। একজন প্রখ্যাত ধারাভাষ্যকার তাঁদের জানিয়েছে, কেকেআরের মেন্টরকে পাওয়ার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন বিসিসিআই কর্তারা। তবে এখনও সরকারি ভাবে কিছু জানানোর মতো জায়গায় পৌঁছয়নি। দুই পক্ষের মধ্যে নানান বিষয় নিয়ে আলোচনা চলছে। এর আগে কয়েকজন বিদেশির নাম শোনা গিয়েছিল। কিন্তু জয় শাহ জানিয়ে দেন, অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি। একই সঙ্গে আরও জানান, তাঁরা এমন একজনকে কোচ করতে চাইছেন যার ভারতীয় ক্রিকেট সম্বন্ধে স্বচ্ছ ধারণা আছে। এরপর থেকেই গম্ভীরের নাম আরও জোরালো হয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বোর্ডের কাছে এখনও পর্যন্ত দ্বিতীয় কোনও নাম নেই। তবে গম্ভীরকে পেতে হলে শাহরুখ খানকে রাজি করাতে হবে। হয়তো এই জায়গাতেই আটকে আছে বিষয়টি। গম্ভীর নিজে ভারতের কোচ হতে ভীষণভাবে আগ্রহী। তাই শেষমেষ কেকেআরের থেকে রিলিজ পেতে হয়তো অসুবিধা হবে না। কয়েকদিনের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হবে।