Hardik Pandya: নিউইয়র্কে দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক, নামলেন অনুশীলনেও...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নিউইয়র্কে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক পাণ্ডিয়া। দ্রাবিড়, রোহিত, সূর্যকুমার, বুমরারা প্রথম ব্যাচে নিউইয়র্ক চলে গেলেও দলের সঙ্গে যাননি হার্দিক। তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন। অবশেষে তিনি যোগ দিলেন টিম ইন্ডিয়ার শিবিরে। দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে পাণ্ডিয়াকে। নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেনিং সেশনের ছবি পোস্টও করেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক।প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে একেবারে ডাহা ফেল এবার হার্দিক। ব্যাটে–বলেও ছন্দে ছিলেন না। তার উপর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা রয়েছে। সবমিলিয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিকের। তার উপর দলের সঙ্গে নিউইয়র্ক না যাওয়ায় সমালোচনা আরও বেড়েছিল। অবশেষে দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ার পর অবশেষে ভারতীয় দলে ফিরলেন হার্দিক। চোটের জন্য বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তান সিরিজে তিনি খেলেননি। একেবারে নেমেছিলেন আইপিএলে। অবশ্য শুধু পাণ্ডিয়া নন, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিংও আলাদা আলাদা ভাবে যোগ দিতে পারেন শিবিরে। দ্বিতীয় ব্যাচে যাওয়ার কথা চাহাল, আবেশ খান, যশস্বী জয়সওয়ালের। বিরাটও শীঘ্রই যোগ দেবেন। টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে রোহিতদের ওয়ার্ম আপ ম্যাচ।