• CROCODILE: উত্তর প্রদেশে খাল থেকে রেলিং টপকে রাস্তায় উঠে এল কুমীর
    আজকাল | ২৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের বুলন্দশহরে বিপত্তি। চারিদিকে হৈ হৈ কাণ্ড। দশ ফুটের কুমীর খাল থেকে উঠে এসে লোহার রেলিং বেয়ে উঠে একেবারে সোজা রাস্তায়। ভিডিও থেকে দেখা যাচ্ছে সরীসৃপটি রাস্তায় নেমে ইতিউতি ঘুরছে। স্থানীয়রা দ্রুত খবর দেয় বন দপ্তরে। তাঁরাও এসে কুমীরকে বাগে আনতে হিমসিম খেলেন। কারণ তখন কুমীর বাবাজি ফের রেলিং টেপকে খালে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কিছু করার নেই। বন দপ্তরের কর্মীরা কুমিরটির হাত, পা, মুখ বেঁধে তারপর সেটিকে ফের খালের জলে ছেড়ে দেন। এই যুদ্ধে সময় লাগে দুঘন্টারও বেশি। কিন্তু সাময়িক এই বিপত্তির জেরে গোটা এলাকায় যেন ঝড় বয়ে যায়। 
  • Link to this news (আজকাল)