• Manoj Pande: মেয়াদ বৃদ্ধি সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের
    আজকাল | ২৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:লোকসভা নির্বাচন চলাকালীন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের মেয়াদ এক মাস বাড়িয়ে দিল মোদি সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল পাণ্ডের ৩১ মে অবসর নেওয়ার কথা ছিল। সেই দিনই তাঁর ৬২ বছর বয়স পূর্ণ হচ্ছে। তাঁকে ৩০ জুন পর্যন্ত পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি। লোকসভা নির্বাচনের পরে নতুন সরকার নতুন সেনাপ্রধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সরকার সেনাপ্রধান জেনারেল জি জি বেউরের মেয়াদ বাড়িয়ে দিয়েছিল এক বছর। বর্তমান উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সেনাপ্রধান হওয়ার কথা জেনারেল পাণ্ডের পরে। ২০২২ সালের ১৮ এপ্রিল নয়া সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের নাম ঘোষণা করে কেন্দ্র। দেশের ২৯তম সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে
  • Link to this news (আজকাল)