REVANNA: ভারতে ফেরার টিকিট বুক করলেন প্রজ্জল রেভান্ন, বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করবে সিট ...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জেডিএসের সাসপেন্ড হওয়া নেতা প্রজ্জল রেভান্নকে নিজেদের জালে নিতে তৈরি পুলিশ। জানা গিয়েছে ৩০ মে মিউনিখ থেকে বেঙ্গালুরুতে ফেরার টিকিট বুক করেছেন রেভান্ন। রেভান্নর বিষয়টি দেখভাল করছে সিট। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতিকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করার ছক একেবারে তৈরি। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নামলেই সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে। শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার পরই ভারত থেকে জার্মানিতে পালিয়ে যান রেভান্ন। তিনি চলতি লোকসভা নির্বাচনে এনডিএ প্রার্থী ছিলেন। বেশ কয়েকজন মহিলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে রেভান্নর বিরুদ্ধে। দুদিন আগেই প্রজ্জল একটি ভিডিও বার্তা দিয়েছে। সেখানে সে দাবি করেছে ৩১ মে-র মধ্যে সিটের কাছে আসবে এবং তদন্তে সহযোগিতা করবে। সিটের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রজ্জলের বাড়িতে অভিযান চালানো হয়েছে। এবার প্রজ্জলের দেশে ফেরার অপেক্ষায় সিট।