• ‌‘‌বাঁধের জন্য একটা টাকাও দেয়নি’‌, মোদির মিথ্যাচারের জবাব দিলেন মমতা ...
    আজকাল | ২৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বারুইপুরের জনসভা থেকে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বুধবার জনসভা করেন মমতা। এদিন উত্তর কলকাতায় একটি পদযাত্রাও রয়েছে মমতার। তারপর মেটিয়াবুরুজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে করবেন জনসভা। থাকবেন অভিষেকও। এদিন, বারুইপুর পূর্বের ফুলতলা সংলগ্ন সাগর সঙ্ঘ মাঠে জনসভা করেন মমতা। ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, ‘‌উনি (‌নরেন্দ্র মোদি)‌ দাবি করেছেন যে সাইক্লোন আটকেছেন। আমাদের কর্মীরা সারারাত রাস্তায় থেকে দুর্যোগ মোকাবিলা করল। আর উনি বলে দিলেন যে ঝড় সামলে দিয়েছেন। আমাদের প্রশাসকরা ৪৬ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে।’‌ এরপর মমতার সংযোজন, ‘‌বাঁধের জন্য এক টাকাও দেননি। অথচ বলে দিলেন যে টাকা দিয়েছেন। এরা দুর্যোগে মানুষের পাশে থাকে না। প্রধানমন্ত্রী এত মিথ্যে বললে দেশ কী শিখবে?‌ অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এরকম ভাঁওতাবাজ দেখিনি।’‌ এরপরই মমতার আবেদন, ‘‌কংগ্রেস, সিপিএম, বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না। নানা জায়গায় এদের সেটিং রয়েছে।’‌ মমতার দাবি দমদমে বিজেপি ও সিপিএমের যোগসাজশ হয়েছে। তবে মমতার কথায়, বিধানসভার মতো বাংলা বিজেপিকে এবারও শিক্ষা দেবে। মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘‌উনি বুনো ওল বলে আমি বাঘা তেঁতুল। চাকরি বাতিলে স্থগিতাদেশ দেওয়ায় শীর্ষ আদালতের রায়ের প্রতি কৃতজ্ঞতাও জানান মমতা। 
  • Link to this news (আজকাল)