আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটলেও অশান্তি অব্যাহত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এবার ভাটপাড়ায় এক বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায়। ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমা শঙ্কর সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। বিজেপি নেতার বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি। ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা ঘিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অর্জুন। তাঁর দাবি, ভোট গণনার আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত শাসক দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।