আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার অভিযোগে চার্জশিট দিল সিবিআই। ঘটনায় সাতজনের নাম রয়েছে চার্জশিটে। বসিরহাট আদালতে চার্জশিট দেয় সিবিআই। সেখানে শাহজাহান শেখ, তাঁর ভাই আলমগীর শেখ সহ বাকিদের নাম রয়েছে। কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত আগেই সিবিআইকে দিয়েছিল। তদন্তে নেমে জানা গিয়েছে ৫ জানুয়ারি যেদিন ইডির উপর হামলা হয় সেই ঘটনায় মূল দায়ী ছিল শাহজাহান শেখ। রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। তখনই তাঁরা আক্রান্ত হয়। বেশ কয়েকটি ধারা শাহজাহান শেখের বিরুদ্ধে দায়ের করেছে সিবিআই। ফলে এবার জেল থেকে শাহজাহান শেখের মুক্তির বিষয়টি অনেকটা জটিল হয়ে গেল বলেই মনে করছেন সকলে।