• Election: ‌শেষ দফায় কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ছে রাজ্যে
    আজকাল | ২৯ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তম দফায় রাজ্যের ৯ আসনে রয়েছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার শেষ দফার ভোটে রাজ্যে হিংসা ও অশান্তি রুখতে ৯ কেন্দ্রে ৯৬৭ কোম্পানি অর্থাৎ ৭৭ হাজারেরও বেশি আধাসেনা মোতায়েন করা হবে। তার মধ্যে শুধু কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি আধাসেনা। সঙ্গে থাকবে প্রায় সাড়ে ১১ হাজার কলকাতা পুলিশ। পাশাপাশি ৫৯৯টি কুইক রেসপন্স টিম রাস্তায় টহল দেবে। এই ৯ কেন্দ্রে মোট কিউআরটি–র সংখ‌্যা ১৯৫০। জানা গেছে, বারুইপুরে থাকবে ১৬০ কোম্পানি আধাসেনা ও প্রায় সাড়ে চার হাজার রাজ‌্য পুলিশ। সন্দেশখালি–সহ বসিরহাটে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও তিন হাজারেরও বেশি রাজ‌্য পুলিশ থাকবে। ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি আধাসেনার সঙ্গে প্রায় চার হাজার রাজ‌্য পুলিশ থাকবে। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি আধাসেনা ও তিনহাজারের বেশি রাজ‌্য পুলিশ। ৮১ কোম্পানি করে বাহিনী থাকবে বারাকপুর ও বারাসত পুলিশ জেলায়। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৫৯ কোম্পানি বাহিনী। রাজ‌্য ও কলকাতা পুলিশের ৩৩ হাজারেরও বেশি কর্মী শনিবার থাকবেন ভোটের তদারকিতে। 
  • Link to this news (আজকাল)