• Jasprit Bumrah: বুমরা ছাড়া কেউ ইয়র্কার দিতে পারে না, ভারতীয় পেসারের প্রশংসায় প্রাক্তন অজি তারকা...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরই শুরু টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের জন্য অশনি সংকেত দিলেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার তারকা বোলার জানান, একমাত্র যশপ্রীত বুমরা ছাড়া কেউই নিখুঁত ইয়র্কার বল করতে পারে না। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে কমপ্লিট বোলারদের মধ্যে অন্যতম বুমরা। অতিরিক্ত রান না দিয়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে ভারতীয় পেসারের। তবে তাঁর সবচেয়ে বড় অস্ত্র ইয়র্কার। যা ডেথ ওভারে ব্যবহার করেন। ব্রেট লি বলেন, 'বর্তমানে বুমরা ছাড়া আর কোনও ভারতীয় বোলারকে নিখুঁত ইয়র্কার দিতে দেখিনি। ফাস্ট বোলারদের আরও ইয়র্কার দিতে দেখতে চাই। ডেথ ওভারেও ওদের ইয়র্কার দিতে দেখি না।' লিজেন্ডস ইন্টারকন্টিনেন্টাল টি-২০ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই জানান অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার। সদ্য শেষ হওয়া আইপিএলে প্রচুর রান হয়েছে। একাধিক ২০০ রানের বেশি ইনিংস আছে। লি মনে করেন, পেসাররা ইয়র্কারের সংখ্যা বাড়ালে রান কন্ট্রোলের মধ্যে থাকবে। এই প্রসঙ্গে ব্রেট লি বলেন, 'আইপিএলের ১৭ বছর যদি দেখা যায়, ইয়র্কার বলের স্ট্রাইক রেট একশোর নীচে। অর্থাৎ এক রান বা তাও না হতে পারে। ইয়র্কারে ক্রিজ ছেড়ে মাথার ওপর দিয়ে মারলে বোলার চাপে পড়ে যায়। তার জন্য সঠিক ফিল্ড সেটিং দরকার।' ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ার পর আইপিএল ব্যাটারদের সুবিধা করে দিচ্ছে। গোটা ক্রিকেটটাই ব্যাটিং নির্ভরশীল হয়ে যাচ্ছে। ব্যাটিং এবং বোলিংয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার কথা বলেন অজি তারকা। লি বলেন, 'আমি ব্যাটারদের মারমুখী ক্রিকেটের পক্ষে। তবে বোলারদের জন্যও কিছু থাকা উচিত। আমি গ্রিন টপ চাইছি না, যেখানে একটা দল ১১০ রানে অল আউট হয়ে যাবে। সেটা ক্রিকেটের জন্য ভাল হবে না। ভাল টোটাল হওয়া উচিত। ১৮৫ থেকে ২৩০ রান ভাল স্কোর। আমরা আজকাল ২৬৫, ২৭০, ২৭৭ রানও হতে দেখছি। প্রায় প্রত্যেক বোলারই নিজের ৪ ওভারে ৪৫-৫০ রান দিচ্ছে।' বিশ্বকাপের দলে ডেভিড ওয়ার্নারকে রাখা হয়েছে। বাদ গিয়েছেন ছন্দে থাকা জেক ফ্রেজার ম্যাক-গুরক। বিশ্বকাপের পরই অবসর নেবেন ওয়ার্নার। তাই তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। লি মনে করেন, ওয়ার্নারের বিশ্বকাপে সুযোগ পাওয়া সঠিক সিদ্ধান্ত। সাফল্য না পেলে রিজার্ভ দল থেকে জেককে নেওয়ার বিকল্প থাকছে।
  • Link to this news (আজকাল)