• Rajkot: গেমিং জোনে অগ্নিকাণ্ড, ২ আধিকারিককে আটক
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গেমিং জোনে অগ্নিকাণ্ড। মৃত্যু হয়েছে ৯ শিশুসহ অন্তত ৩০ জনের। সেই ঘটনায় এবার জিজ্ঞাসাবাদের জন্য দুই আধিকারিককে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন একজন দমকল আধিকারিক এবং অন্যজন নগর পরিকল্পনা আধিকারিক। ঘটনায় এখনও পর্যন্ত গেমিং জোনের মালিক সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার বিকেলে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম থেকেই গেমিং জোনের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। তদন্তে নেমে এবার দুই আধিকারিকে আটক করল পুলিশ। সূত্রের খবর, কীভাবে নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া, কেবলমাত্র একটি বিনোদন সংশাপত্র দিয়ে চলছিল এই গেমিং জোন। তাছাড়া ওই আবাসনে পরিকল্পনা, প্ল্যানিং সংক্রান্ত নানা বিষয়েও জিজ্ঞাসা করা হবে তাঁদের।
  • Link to this news (আজকাল)