আজকাল ওয়েবডেস্ক: হরিদ্বার থেকে জয়পুর যাওয়ার পথে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে কালভার্ট থেকে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ যাত্রীর। আহত অন্তত ২২। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভোরের দিকে বাস চালকের ঘুম ভাবের কারণেই ঘটে বিপত্তি। বাস ডিভাইডার থেকে লাফিয়ে ছিটকে পড়ে কালভার্টের নিচে।দুর্ঘটনাটি ঘটেছে দৌসার কাছে, ভোর সাড়ে ৫টা নাগাদ। দুর্ঘটনার পরেই ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, দুর্ঘটনায় যে একজনের মৃত্যু হয়েছে, তাঁর নাম অঙ্কিতা। বয়স ১৯। অন্তত ২২ জন আহত হয়েছেন। তাঁদের দৌসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা।