আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে জলের আকাল। গাড়ি ধোয়া হলেই জরিমানা হবে ২ হাজার টাকা। শুধু তাই নয়, জলের ট্যাঙ্ক যদি উপচে পড়ে তাহলেও জরিমানা হবে। এমনই নির্দেশিকা জারি করেছে আপ সরকার। এই বিভাগের দায়িত্বে থাকেন আপ নেত্রী আতীশি। তিনি দিল্লি জল বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এবিষয়ে হরিয়ানা সরকারকে দোষ দিয়েছেন আতীশি। তিনি বলেন, যেখানে দিল্লির জলের প্ল্যান্টে যে জলের পরিমান থাকার কথা তার তুলনায় অনেকটাই কম রয়েছে। সেজন্যেই জলের এই অভাব দেখা দিয়েছে। দিল্লিবাসীর প্রতি আতীশির আবেদন, কিছু এলাকায় জল নেই। সেখানে পুরসভার পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যেখানে দিনে দুবার করে জল দেওয়া হত সেখানে একবার করে জল দেওয়া হচ্ছে। কেউ যেন জলের অপচয় না করেন। যেভাবে দিল্লিতে তাপমাত্রার পারদ চড়ছে তাতে জলের এই অভাব না মিটলে হরিয়ানা সরকারের বিরুদ্ধে আদালতে যাবে আপ সরকার। অন্যদিকে আপকে কটাক্ষ করেছে বিজেপি। গরম মোকাবিলায় আগে থেকে কোনও পরিকল্পনাই করেনি আপ সরকার, তাই দিল্লিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দাবি পদ্মশিবিরের। প্রসঙ্গত, রাজধানীতে তাপমাত্রার পারদ প্রায় ৫০ ডিগ্রির কাছে। আগামী কয়েকদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।