• Visva Bharati: বদলে গেলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য! নতুন দায়িত্বে কে?...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। সূত্রের খবর, তিনিই হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য। বুধবার বিকেলে জানা গেল তেমনটাই। বিশ্বভারতীর শেষ স্থায়ী উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর সময়কালে বারবার বিতর্ক এবং অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে শান্তিনিকেতনে। তাঁকে নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের একাংশও। বিদ্যুৎ চক্রবর্তীর পর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছিলেন সঞ্জয় কুমার মল্লিক। তিনি ছিলেন কলাবিভাগের অধ্যক্ষ। ২০২৩ সালের নভেম্বরে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য পদে বসেন। তার ৬ মাসের মাথায় বদলে গেলেন ভারপ্রাপ্ত উপাচার্য। সূত্রের খবর তেমনটাই। কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? কারণ হিসেবে জানা গিয়েছে, এখনও স্থায়ী উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর যে নিয়ম অনুসারে ভারপ্রাপ্ত উপাচার্য পদে বসেছিলেন সঞ্জয় কুমার মল্লিক, সেই নিয়ম আর কার্যকরী নয় তাঁর ওপর। কারণ, সঞ্জয় কুমার মল্লিকের অধ্যক্ষ পদের মেয়াদ শেষ হয়েছে ইতিমধ্যেই। বিশ্বভারতীর নিয়ম মোতাবেক, এই মুহূর্তে কর্মসমিতির বর্ষীয়ান সদস্য হলেন অরবিন্দ মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মে তিনিই হলেন নতুন ভারপ্রাপ্ত উপাচার্য।
  • Link to this news (আজকাল)