• রোড শো শেষে সুদীপ-কুণালের সঙ্গে কথা মমতার, দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বার্তা
    প্রতিদিন | ৩০ মে ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদীপ-কুণালের সঙ্গে ?একান্তে? কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার বিকেলে রোড শো শেষে দলীয় প্রার্থী সুদীপকে ডেকে কথা বলছিলেন তিনি। সেই সময়ই দলনেত্রীর গাড়ির কাছে ডাক পড়ে তৃণমূলের তারকা প্রচারক কুণাল ঘোষের। দুজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা। সূত্রের খবর, দুজনকে একসঙ্গে কাজ করার বার্তা দেন নেত্রী। দুপক্ষেরই দাবি, সম্পূর্ণ সাংগাঠনিক আলোচনা হয়। 

    শেষ দফা ভোটের (Lok Sabha Election 2024) আগে উত্তর কলকাতার (Kolkata Uttar) তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করেন দলনেত্রী। সেই রোড শো শেষে গাড়িতে ওঠেন তিনি। তার পরই ডেকে নেন দলীয় প্রার্থীকে। দুজনে কথা বলার সময় কুণাল ঘোষকে ডেকে নেন। তখন কয়েক মিনিট তিনজনের মধ্যে কথা হয়। সূত্রের খবর, দুজনকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। বলেন, উত্তর কলকাতায় মার্জিন বাড়াতে হবে। 

    উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল। লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে যাতে সুদীপ তৃণমূলের প্রার্থী না হন, তার দাবিও জানিয়েছিলেন। যা নিয়ে তিক্ততা বেড়েছিল। কুণাল প্রকাশ্যে সরব হলেও ‘চুপ’ ছিলেন উত্তর কলকাতার সাংসদ। ‘তিক্ততা মেটাতে’ ফোন করে ‘চায়ে পে চর্চা’য়  তাঁকে ডাকেন সুদীপ। সেখানে প্রায় দুঘণ্টার ‘আড্ডা’ হয়। কিন্তু তার পরেও বরফ পুরোপুরি গলেনি!

    আমহার্স্ট স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, প্রার্থী বা জনপ্রতিনিধি হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) থেকে পিছিয়ে নেই তাপস। তাঁর দরজা সারা দিন, সারা রাত দলের কর্মী এবং সাধারণ মানুষের জন্য খোলা থাকে। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে কুণালকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর কথা জানানো হয়। তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েন। পরে অবশ্য তারকা প্রচারকের তালিকায় ফেরেন তিনি। এদিন ?যুযুধান? সেই দুজনকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা। 
  • Link to this news (প্রতিদিন)