• T20 World Cup: ‌ভারত–পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, নড়েচড়ে বসল নিউইয়র্ক প্রশাসন ও আইসিসি ...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি। ৯ জুন আমেরিকার মানহাটনের ২৫ মাইল দূরে অবস্থিত নিউইয়র্কের এইসেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হবেন রোহিত–বাবররা। এই ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিয়েছে ‘‌লোন উলফ’‌ নামে একটি জঙ্গি সংগঠন। এটি আইসিস জঙ্গিগোষ্ঠীর সমর্থক। এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। জারি করা হয়েছে কড়া সতর্কতা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে হামলার ভিডিও। সেখানে ভারত–পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিওয় বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। এই হুমকি পাওয়ার পরই নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানান স্টেট পুলিশকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্টে়ডিয়ামে প্রবেশের সময় আরও কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া ও নজরদারি বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার জানিয়েছেন, ‘‌যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চিন্তা বা ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই হুমকি–কে গুরুতর হিসাবেই গণ্য করা হচ্ছে। তবে এই হুমকিতে ভীত নই।’‌ সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন দেখা যায়। তাতে ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’ লেখা। এর পরেই নড়চড়ে বসেছে নিউইয়র্ক প্রশাসন।প্রসঙ্গ এই মাঠে বিশ্বকাপের আটটি খেলা হবে। হামলার হুমকি নিয়ে আইসিসি জানিয়েছে, ‘‌টুর্নামেন্টে নিরাপত্তার দিকটি সবার আগে দেখা হয়। নিরাপত্তা নিয়ে গোটা পরিকল্পনা তৈরি। আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিন্তার কিছু নেই।’‌ 
  • Link to this news (আজকাল)