অতীশ সেন, ডুয়ার্স: দিনের আলোয়, চলন্ত বাইকে চিতার হামলায় জখম হলেন এক লটারি বিক্রেতা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার পাথরঝোরা চা বাগানে। জানা গিয়েছে, ওদলাবাড়ির দেবী বস্তীর বাসিন্দা মহ: ময়মুদ্দীন অন্যান্য দিনের মতো লটারির টিকিট বিক্রি করতে এদিনও পাথরঝোরা চা বাগানে যাচ্ছিলেন। চা বাগানের প্রবেশের গেট পেরিয়ে একটু এগোতেই তিনি দেখেন, সামনে চা বাগানে একটি চিতাবাঘ ওঁত পেতে বসে রয়েছে। তাঁর বাইকের উপর ঝাঁপ দেওয়ার জন্য চিতাবাঘটি প্রস্তুত। উপস্থিত বুদ্ধির জোরে তিনি বাইক হেলিয়ে দেওয়ায় চিতাবাঘটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর উপর পড়ার বদলে এসে পড়ে বাইকের হ্যান্ডেলে। শিকার ধরতে ব্যার্থ হয়ে সেটি জঙ্গলের দিকে চলে যায়। তবে, ময়মুদ্দীন বাইক থেকে ছিটকে মাটিতে পড়েন। তাঁর দুই হাঁটুতে, হাতে ও কোমরে চোট লাগে। আহত অবস্থায় নিজের বাড়িতে ফোন করলে তাঁরা ময়মুদ্দীনকে উদ্ধার করে মাল সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তর তার চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানা গিয়েছে।