WEATHER: সপ্তম দফার ভোটে বৃষ্টি, বৃষ্টি হবে ফল প্রকাশের দিনেও
আজকাল | ৩০ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সদ্য কেটেছে রেমাল আতঙ্ক। এখনও নদী তীরবর্তী এলাকাগুলিকে ধ্বংসের ছাপ স্পষ্ট। এরই মাঝে ফের একবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। প্রায় দুমাস ধরে চলা লোকসভা ভোটের সপ্তম দফাতে বৃষ্টি হবে গোটা রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে শুরু হয়ে বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ দেশের রায় কোনদিকে তা নির্ধারণের দিনেও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতাও রয়েছে। উত্তরের ৫ জেলায় রয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। জুন মাসের ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তা নির্ভর করবে কেরলে বর্ষা ঠিক কবে আসবে তার দিকেই।