• London: পুলিশের সঙ্গে প্যালেস্টাইনপন্থিদের সংঘর্ষে উত্তাল লন্ডন, গ্রেপ্তার ৪০ ...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে পুলিশ ও প্যালেস্টাইনপন্থি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪০ জন গ্রেপ্তার হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতিতে তিনজন পুলিশও আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই জনের আঘাত তেমন বেশি নয়, তবে একজন মুখে গুরুতর আঘাত পেয়েছেন। বুধবার ঘটেছে এই ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েক দিন আগে গাজায় ইজরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আবেদন করেন প্যালেস্টাইনপন্থিদের একটি দল এবং পুলিশ সেই আবেদন মঞ্জুরও করে।প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। অনুমোদন দেওয়ার আগে পুলিশ শর্ত দিয়েছিল যে স্থানীয় সময় রাত ৮ টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা সেই শর্তে রাজিও হয়েছিলেন; কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ না করায় পুলিশ তাদের চলে যাওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।হাতাহাতির সময় পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল ছুড়েছেন কয়েকজন বিক্ষোভকারী। তার জেরেই আহত হয়েছেন তিন পুলিশসদস্য।ধৃতদের বিরুদ্ধে নিরাপত্তা পরিস্থিতিকে বিপন্ন করা, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি এবং পুলিশের প্রতি হামলার অভিযোগে মামলা করেছে লন্ডন পুলিশ।
  • Link to this news (আজকাল)