• Gaza: ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিল ইজরায়েল
    আজকাল | ৩০ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা–মিশর সীমান্ত এলাকার ফিলাডেলফি করিডোরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইজরায়েল। ইজরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজায় অস্ত্র পাচারের জন্য হামাসের ব্যবহৃত প্রায় ২০টি টানেল পাওয়া গেছে। যদিও মিশরের দাবি, নিজেদের অবৈধ অভিযানকে বৈধতা দিতেই সুড়ঙ্গ পাওয়ার কথা বলছে ইজরায়েল।  বর্তমানে মিশর–ইজরায়েল উত্তেজনা তুঙ্গে। রাফায় ইজরায়েলি সেনা অভিযানকে বড় হুমকি হিসেবেই দেখছে মিশর। জানা গেছে, আইডিএফ সেনারা মিশর ও রাফা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনারা এই বিষয়গুলোর তদন্ত করছে। টানেলগুলোকে নিষ্ক্রিয় করার কাজ চলছে। ওখানকার সব টানেলের সঙ্গেই মিশরের সংযোগ আছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় ইজরায়েল। মিশরের সঙ্গে গাজার যে ১৩ কিলোমিটারের সীমান্ত আছে, সেই ফিলাডেলফি করিডোর ‘বাফার জোন’ হিসেবে বিবেচিত হয়। গাজা অংশের মধ্যে থাকা মিশর অতীতে দাবি করেছিল, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করেছে, ফলে কোনও ধরনের অস্ত্র চোরাচালান সম্ভব নয়।
  • Link to this news (আজকাল)