আজকাল ওয়েবডেস্ক: ফের উত্তেজনা দেখা দিয়েছে ইরান–পাকিস্তান সীমান্তে। জানা গেছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী গুলি চালায় একটি গাড়িতে। ওই গাড়িতে পাক নাগরিকরা ছিলেন। মারা যান চার জন। আহত দুই। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের মাসকেল গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ইরানের সীমান্তরক্ষী বাহিনী কেন গুলি চালাল তা এখনও পরিষ্কার নয়। মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে স্থানীয় পুলিশ। এ বিষয়ে পাকিস্তান এবং ইরানের বিদেশমন্ত্রকের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, ওই সীমান্তে দীর্ঘদিন ধরেই চোরাচালান চলে আসছে। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নয় জনকে খতম করে। ইরানও পাকিস্তান সীমান্তে প্রায়ই এই ধরণের অভিযান চালায়।