• ‌কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কবে'‌
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেরল হয়ে দেশে প্রবেশ করল বর্ষা। আইএমডি’‌র পূর্বাভাস ছিল ৩১ মে কেরল হয়ে দেশে প্রবেশ করবে বর্ষা। কিন্তু পূর্বাভাসের এক দিন আগেই কেরলে ঢুকে পড়ল বর্ষা। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এবার এল দু’‌দিন আগে।জানা গেছে, কেরল উপকূলে এসে পৌঁছেছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সেখানে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে কেরলে। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমে স্বাভাবিক বর্ষা শুরুর কথা ৫ জুন। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা দিল্লিতে। সব ঠিকঠাক চললে জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা। মৌসম ভবন আগেই জানিয়েছিল দেশে এবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। উত্তর–পশ্চিম, উত্তর–পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে এবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত ৯৬–১০৪ শতাংশ বৃষ্টিপাতকে স্বাভাবিক বলা হয়। কিন্তু এবার ১০৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। 
  • Link to this news (আজকাল)