• দেশ বাঁচাতে ১০০ বার জেলে যেতে প্রস্তুত: কেজরিওয়াল
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের নির্বাচনকালে প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো। তাঁর আবেদনে সম্মতি জানিয়ে ২১ দিনের জন্য অন্তবর্তী জামিন দিয়েছিল আদালত। বলা হয়েছিল, ১ জুন পর্যন্ত আদালতের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে ফের ফিরে যেতে হবে তিহাড় জেলে। ইতিমধ্যে ৭ দিনের অতিরিক্ত জামিনের আবেদন করেছিলেন কেজরিওয়াল, যদিও আদালতওই মামলার দ্রুত শুনানি খারিজ করে দিয়েছে। এসবের মাঝেই, ভোটের একেবারে শেষপ্রান্তে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানালেন, দেশ বাঁচাতে ১০০ বার জেলে যেতে প্রস্তুত তিনি। নিজেকে ভগৎ সিং-এর সঙ্গে তুলনা করে কেজরিওয়াল বলেন, 'আমি ভগৎ সিং-এর অনুগামী। যদি আমাকে দেশ বাঁচাতে ১০০ বার জেলে যেতে হয়, আমি প্রস্তুত।' এই ভোটে গেরুয়া শিবিরের সম্ভাব্য আসন সংখ্যা কত হবে? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই নির্বাচনে বিজেপি ২০০-এর কম আসন পাবে এবং ইন্ডিয়া জোট পাবে ৩০০-এর বেশি আসন।
  • Link to this news (আজকাল)