• Delhi: ‌দিল্লিতে তীব্র গরমে হিটস্ট্রোকে মৃত বিহারের যুবক, তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবারও ...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ৫২.‌৯ ডিগ্রি!‌ অবাক হওয়ার নেই। দিল্লিতে বুধবার এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আর তার বলি হলেন বিহারের দ্বারভাঙার বাসিন্দা বছর ৪০ এর যুবক। রাজধানীর রাম মনোহর লোহিয়া হাসপাতালে বুধবার তিনি মারা যান। মৃত্যুর কারণ হিটস্ট্রোক। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি যে ঘরে থাকতেন, সেখানে পাখা বা কুলার কিছুই ছিল না। ওই যুবকের শরীরের তাপমাত্রা একটা সময় ১০৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। যা স্বাভাবিকের থেকে অন্তত ১০ ডিগ্রি বেশি।বুধবার দিল্লিতে ছিল দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। তবে বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দিল্লির একাধিক অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতিবারও। রয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার দিল্লির কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলার দিকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিল্লির আকাশ আপাতত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। সোম ও মঙ্গলবারের মধ্যে দিল্লি এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ইতিমধ্যেই দিল্লির স্কুলে গরমের ছুটি ৩০ জুন অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। বয়স্ক এবং শিশুদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)