আজকাল ওয়েবডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে চন্দন যাত্রায় বিপত্তি। বাজি ফেটে অগ্নিকাণ্ডে দগ্ধ হলেন অন্তত ২৫ জন। এক জন মারা গেছেন। আহতের সংখ্যা অন্তত ২৩। জানা গেছে বুধবার রাতে জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে পুণ্যার্থীরা জড়ো হয়েছিলেন। ভক্তরা আতশবাজি ফাটাচ্ছিলেন। হঠাৎই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে। একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। যেখানে বাজি রাখা ছিল, তার আশেপাশে যারা ছিলেন, তারা অগ্নিদগ্ধ হন। অনেকে প্রাণ বাঁচাতে সরোবরে ঝাঁপ দেন। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এক জন মারা যান হাসপাতালে। ঘটনায় শোক প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসার খরচও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।