• জঙ্গিপুরে বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, ধৃত ৫
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। বুধবার রাতে হোটেলে অভিযান চালিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। তাদের বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, হোটেল মালিক এখনও পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রঘুনাথগঞ্জের তালাই-কুলুরি মোড়ের কাছে একটি হোটেলে নিয়মিতভাবে দেহ ব্যবসা চালানো হচ্ছে এমন অভিযোগ আসছিল কিছুদিন ধরেই। তার ভিত্তিতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহার নামক ওই হোটেলে অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোলাম মোদাসের ওরফে বাপি নামে এক ব্যক্তি ওই হোটেলটি চালাচ্ছিলেন। তিনি এলাকার বিজেপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘আমি কোনও ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করব না। তবে ধৃতদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব’। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের বক্তব্য, ‘একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে উনি দলের সাথে কোনও যোগাযোগ রাখেন না। উনি বর্তমানে সংগঠনের কোনো পদেও নেই। তাই ওই ব্যক্তির কোনও অপরাধমূলক কাজের দায়ভার বিজেপি নেবে না’।
  • Link to this news (আজকাল)