আজকাল ওয়েবডেস্ক: চুরির অপবাদে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধর। পড়ুয়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বারুইপুরের এক আশ্রমের বিরুদ্ধে। মৃতের মা থানায় অভিযোগ দায়ের করতেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। মামার বাড়িতে বেড়াতে এসেছিল ওই পড়ুয়া। আশ্রমের তরফে অভিযোগ, সে কাউকে না বলে আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। তাকে বাঁচাতে ছুটে আসেন মামাও। তাঁকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পড়ুয়ার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। আশ্রমের তরফেও কেউ মন্তব্য করেনি।