• Murshidaabad: ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু কয়েক হাজার মুরগির বাচ্চার...
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে গোপগ্রাম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কয়েক হাজার মুরগির বাচ্চার। দুর্ঘটনায় আহত হয়েছেন একটি পিকআপ গাড়ির চালক, খালাসি ছাড়াও আরও একজন। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক ও খালাসিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে ব্যারাকপুর থেকে নবগ্রামের সুকির দিকে কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। নবগ্রামের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গোপগ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চা ভর্তি পিকআপ ভ্যানটি পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা এসে খালাসি, চালক এবং গাড়ির আরও এক সহযাত্রীকে টেনে বের করেন। খবর দেওয়া হয় নবগ্রাম থানায়। ইতিমধ্যেই পুলিশ এসে চালক এবং খালাসিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এই দুর্ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।সাতসকালে এই পথ দুর্ঘটনার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (আজকাল)