• North Bengal: ফুঁসছে তিস্তা, তুমুল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ
    আজকাল | ৩০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরপর দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রেমালের প্রভাব কাটতে না কাটতেই ফের তুমুল ঝড়বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়। ঝোড়ো হাওয়ার দাপট ও ভারী বৃষ্টির জেরে উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। অবরুদ্ধ রাস্তাঘাট। জলমগ্ন বিস্তীর্ণ এলাকাও। টানা বৃষ্টির জেরে বেড়েছে তিস্তার জলস্তর। জলপাইগুড়ির নাথুয়ার চরে তিস্তার জলস্তর বৃদ্ধিতে কন্ট্রোল রুম খুলেছে প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ে অবরুদ্ধ তুফানগঞ্জ-বালাভূত রাজ্য সড়ক। অন্ততপক্ষে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলিগুড়ির একাংশ জলমগ্ন। বিদ্যুৎহীন নাককাটিগছ এলাকা। উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা।
  • Link to this news (আজকাল)