আজকাল ওয়েবডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৫ জুন কলকাতায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার আগেই রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে তৎপর ইডি। ৪ জুন লোকসভা নির্বাচনের গণনা। ঠিক তার পরের দিনই ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতির তদন্তে একাধিক নথি যাচাইয়ের জন্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে। পাঁচ বছর আগে অন্য একটি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। ২০১৯ সালে রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।