• যাদবপুরে বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় কার্যালয়, কমিশন ভাঙছে না কেন? প্রশ্ন কোর্টের
    প্রতিদিন | ৩০ মে ২০২৪
  • গোবিন্দ রায়: যাদবপুরে বুথের ২০০ মিটারের মধ্যে তৃণমূল ও সিপিএমের কার্যালয় অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ, বুথের ২০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না। অবিলম্বে ওই কার্যালয় বন্ধ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, কমিশনের উচিত দ্রুত ওই নির্মাণগুলি ভেঙে ফেলা।

    যাদবপুরের দীনবন্ধু অ্যান্ড্রু কলেজে একটি বুথ রয়েছে। অভিযোগ, বুথের পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে ভোটে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মামলায় দাবি, নির্বাচন কমিশনের ২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী কোনও বুথের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের কার্যালয় চলতে পারে না। এ ক্ষেত্রে ওই নির্দেশিকা মানা হচ্ছে না।

    আদালতে নির্বাচন কমিশনের বক্তব্য, সেখানে শুধু তৃণমূল নয়, সিপিএমেরও একটি দলীয় কার্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরে ওই কার্যালয়গুলি চলে আসছে। সেগুলি অস্থায়ী নির্মাণ। প্রতিবারেই ওই দুই দলের কার্যালয়গুলি ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ রাখা হয়। এ বারও কমিশন সেগুলি বন্ধ রাখতে নির্দেশ দেবে। সেখানেই প্রশ্ন তুলে আদালত জানতে চায়, অস্থায়ী নির্মাণ হলে ওই পার্টি অফিসগুলি কেন ভেঙে দিচ্ছে না কমিশন? যদিও কমিশনের দাবি, নির্মাণ ভেঙে ফেলার কাজ জেলাশাসক করতে পারে।
  • Link to this news (প্রতিদিন)