• Plane : 'শরীরে গন্ধ ' ৮ কৃষ্ণাঙ্গ যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শরীরে গন্ধ এমন অভিযোগ তুলে আমেরিকান এয়ারলাইন্সের ৫ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউইয়র্কগামী উড়ান থেকে আটজনকে অল্প সময়ের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ, কৃষ্ণাঙ্গ বলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।বুধবার ভুক্তভোগীদের মধ্যে তিন জন অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ এবং জেভিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই আমেরিকান এয়ারলাইন্স এমন আচরণ করেছে। তারা বিব্রত ও অপমানিত হয়েছেন।যাত্রীরা জানিয়েছেন, গায়ে দুর্গন্ধের কথা বলে যাদেরকে ফ্লাইট থেকে নামানো হয়েছিল তারা সবাই কৃষ্ণাঙ্গ। তারা প্রত্যেকেই আলাদা সিটে বসেছিলেন এবং তাদের একজনের সঙ্গে আরেকজনের আগে থেকেই পরিচয় ছিল না।অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।
  • Link to this news (আজকাল)