• অবশেষে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ কলম্বিয়ায়
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ষাঁড়ের লড়াই নিষিদ্ধে বিল পাস করেছে কলম্বিয়ার সরকার। মঙ্গলবার এ বিষয়ে কংগ্রেসের নিম্ন কক্ষে একটি বিল পাস করা হয়।কলম্বিয়ার কংগ্রেসের আইনপ্রণেতা জন কার্লস বলেছেন, 'সাত বছর ধরে লড়াই করার পর আমরা এই বিলটি পাস করেছি। আমরা এ দেশের হাজার হাজার জনতাকে বলতে চাই যারা ষাঁড়ের পিঠে চড়ার মতো পশু নির্যাতনকে ভালবাসে তারা একটি অপসংস্কৃতি লালন করে।'কংগ্রেসের নিম্ন কক্ষে ভোটাভুটির পর এই বিল পাসের ঘোষণা দেওয়া হয়েছে। কলম্বিয়াতে দীর্ঘদিন ধরেই ষাঁড়ের লড়াই নিয়ে পক্ষে-বিপক্ষে তর্ক চলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেশটিতে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করে সরকার। নিষিদ্ধের পক্ষে ভোট পরে ৯৩টি, বিপক্ষে ভোট পরে মাত্র ২টি। দেশটিতে ষাঁড়ের লড়াই খেলাধুলা ও বিনোদনের এক ধরনের সংস্কৃতি হিসেবে বিবেচনা করতেন কেউ কেউ। তবে এটি পশুর প্রতি অমানবিক আচরণ বলে যুক্তি দেখিয়েছে নিষিদ্ধের পক্ষে থাকা আইনপ্রণেতারা।
  • Link to this news (আজকাল)