• কোহলিদের কোচের খোঁজের মধ্যেই সৌরভের বার্তা নিয়ে বিভ্রান্তি...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের উত্তরসূরীর খোঁজ চলছে জোরকদমে। গৌতম গম্ভীর সহ বেশ কয়েকজনের নাম ভেসে আসছে। টি-২০ বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। বোর্ডের ব়্যাডারে কোনও বিদেশি কোচ নেই। গৌতম গম্ভীর ছাড়াও নাম রয়েছে আশিস নেহরার। হঠাৎ তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন সৌরভ গাঙ্গুলি। নিজের এক্স হ্যান্ডেলে সৌরভ লেখেন, 'একজনের জীবনে কোচের গুরুত্ব অপরিসীম। তাঁদের পথপ্রদর্শন, নিরলস ট্রেনিং মাঠে এবং মাঠের বাইরে একজনের ভবিষ্যৎ গড়ে দেয়। তাই কোচ এবং প্রতিষ্ঠান বুদ্ধি করে বেছে নেওয়া উচিত।' হঠাৎ সৌরভের এই বার্তা প্রশ্ন তুলছে। ২৭ মে আবেদন জমা দেওয়ার শেষদিন ছিল। তবে জানা গিয়েছে, নতুন কোচ নিযুক্ত করার কোনও তাড়াহুড়ো নেই বোর্ডের। আপাতত ফোকাস বিশ্বকাপে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সফরে যাবে ভারত। সেখানে সিনিয়রদের পাঠানো হবে না। এনসিএর কোনও কোচকেই দলের সঙ্গে পাঠানো হবে। বোর্ডের এক কর্তা বলেন, 'একটা ডেডলাইন রাখা হয়েছে। তবে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চায় না বিসিসিআই। সময় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। জুন মাসটা দল টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে। তারপর শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ে সফর আছে। সেখানে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে। এনসিএর কোনও কোচকে দলের সঙ্গে পাঠানো হতে পারে। তাই কোনও তাড়াহুড়ো নেই।' 
  • Link to this news (আজকাল)