আজকাল ওয়েবডেস্ক: মধুর বদলা। ২০২৩ সালে আজারবাইজানে অনুষ্ঠিত দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে গিয়েছিলেন দাবার বিস্ময় বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ। তবে বছর না ঘুরতেই কার্লসেনকে হারিয়ে চমক দিলেন ভারতের কিশোর গ্র্যান্ডমাস্টার। নরওয়ে চেস টুর্নামেন্টে ক্লাসিক্যাল দাবায় প্রথমবার বিশ্বের পয়লা নম্বরকে হারালেন প্রজ্ঞানন্দ। কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে বাজিমাত করেন চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার ৷ এর আগে র্যাপিড চেস কিংবা বিভিন্ন প্রদর্শনী ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারানোর নজির থাকলেও ক্লাসিক্যাল দাবায় কখনও তাঁকে চেকমেট করতে পারেননি বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র। এবার তা সম্ভব হল। কার্লসেনকে হারানোর সঙ্গে সঙ্গে ৫.৫ পয়েন্ট নিয়ে চলতি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের শেষে আপাতত শীর্ষে রয়েছেন প্রজ্ঞানন্দ। অন্যদিকে পাঁচে নেমে গিয়েছেন কার্লসেন।