আজকাল ওয়েবডেস্ক : জম্মুর আখনুর সেক্টরে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনার জেরে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। বাসটিতে মোট ৫০ জন ছিলেন। তাঁরা সকলে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা থেকে আসছিলেন। স্থানীয় একটি শিবমন্দির দর্শন করতে তাঁরা আসছিলেন। পুলিশ জানিয়েছে বাসের চাকা স্লিপ করে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে সেনাবাহিনী এসে হাত লাগায়।