CAA: পশ্চিমবঙ্গে ক্যা বিধি অনুযায়ী নাগরিকত্ব দেওয়া শুরু
আজকাল | ৩১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ক্যা বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হল। বুধবার প্রথম দফায় আবেদনকারীদের নাগরিকত্ব দেয় রাজ্যের ক্ষমতা প্রাপ্ত কমিটি। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের ক্ষমতা প্রাপ্ত কমিটি বৃহস্পতিবার প্রথম দফায় আবেদনকারীদের নাগরিকত্ব মঞ্জুর করেছে। ২০২৪ সালের ক্যা বিধি অনুযায়ী গত ১৫ মে দিল্লিতে নাগরিকত্বের শংসাপত্র আবেদনকারীদের হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সূত্রের খবর, বুধবার যারা শংসাপত্র পেয়েছেন তারা মূলত নদিয়া এবং উত্তর ২৪ পরগণার বাসিন্দা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে কেউই প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি।