আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় অন্তবর্তী জামিনের পর, এবার স্থায়ী জামিন চাইলেন আপ সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার তলবের পর ২১ মার্চ গ্রেপ্তার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে নির্বাচন কালে তাঁকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। ১ জুন নির্বাচন শেষের পর ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে হাজির হওয়ার কথা জানিয়েছে আদালত। ইতিমধ্যে অন্তবর্তী জামিন ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। তারপরেই, বৃহস্পতিবার স্থায়ী জামিনের আর্জি জানালেন তিনি। বৃহস্পতিবারই তাঁর এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, এক সর্বভারতীয় সাংবাদ মাধ্যমে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দেশ বাঁচাতে ১০০ বার জেলে যেতেও তিনি প্রস্তুত।