Secondary Education: মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে ভুল তথ্য
আজকাল | ৩১ মে ২০২৪
তীর্থঙ্কর দাস: ভুল তথ্য মধ্যশিক্ষা পর্ষদের বইতে। অষ্টম শ্রেণীর ইংরেজি মাধ্যমের গণিত বইতেই রয়েছে একাধিক ভুল তথ্য। ত্রিভুজের থাকে তিনটি কোণ, অথচ পর্ষদের দেওয়া বইতে দু’টি কোণের কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চভুজের ইংরেজি ‘পেন্টাগন’, বইয়ে লেখা ‘পেটাগন’। গণিত ছাড়াও অন্যান্য বেশ কিছু বইতেও ভুল তথ্য দেওয়া রয়েছে বলে অভিযোগ পড়ুয়া থেকে শিক্ষক মহলের একাংশের। বই এবং সিলেবাসে নতুনত্ব এলেও ভুল থেকেই যাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃত অষ্টম শ্রেণির ‘গণিতপ্রবাহ’ বইটি পর্ষদের সিলেবাস কমিটির তত্ত্বাবধানেই ছাপানো হয়। প্রশ্ন উঠছে, তার পরেও কীভাবে এই ধরনের ভুল ত্রুটি হচ্ছে? স্কুল শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটি তথা সিলেবাস কমিটির এক আধিকারিকে প্রশ্ন করা হলে এই বিষয়ে তিনি জানান, 'এই বইগুলি আগের বিশেষজ্ঞ কমিটির আমলে তৈরি করা হয়েছিল। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সব বিষয়ের পাঠ্যক্রম ও পাঠ্যবই পর্যালোচনা করতে বলা হয়েছে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের আমাদের তরফে। আশা করি ভুল শুধরে সঠিক তথ্য দেওয়ার দিকে তাঁরা নজর রাখবেন।'