• বিপাকে উত্তম কুমার! দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি আদালতের...
    ২৪ ঘন্টা | ৩১ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, সঙ্গে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও। বিপাকে বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রমোট) উত্তম কুমার বিশ্বাস। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত। 

    ঘটনাটি ঠিক কী? বাংলাদেশে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় অভিযুক্ত খোদ র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। যাঁরা তদন্ত করছে, তাঁরা গোপন সূত্রে খবর পেয়েছেন যে, দেশত্যাগের পরিকল্পনা করছেন উত্তমকুমার। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত ব্য়াহত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।আদালতে তদন্তকারী পক্ষে জানানো হয়, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বেনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করার অভিযোগে তদন্ত চলছে। তাঁর ও তাঁর স্ত্রী সম্পত্তি কত? নোটিশ জারি করা হয়েছে। কিন্তু নোটিশ পাওয়ার পর টাকা তুলে নিয়ে ব্য়াংক ও অন্য়ন্য প্রতিষ্ঠানে নিজের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিচ্ছেন অভিযুক্ত। যা অত্যন্ত সন্দেহজনক। এদিকে তদন্তেও সহযোগিতা করছেন র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার। বরং মিথ্য়া তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপর বিচারপতি জানতে চান, 'তিনি কি এখনও চাকরিরত'? তদন্তকারীদের তরফে জানানো হয়, 'তিনি এখনও কর্মরত'। শুনানি শেষে উত্তম কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি আবেদন মঞ্জুর করে আদালত।
  • Link to this news (২৪ ঘন্টা)