• Virat Kohli: নিউইয়র্কে পাড়ি দিলেন কোহলি, বিমানবন্দরে মেটালেন অটোগ্রাফের আবদার...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিউইয়র্কে জোরকদমে চলছে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস। দু'ধাপে প্লেয়াররা গিয়েছে। দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও।‌ একমাত্র বাকি ছিলেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপ খেলতে এবার আমেরিকায় পাড়ি দিলেন মহাতারকা। বৃহস্পতিবার রাতে নিউইয়র্কগামী বিমানে চড়লেন কোহলি। বেশ খোশমেজাজে ছিলেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে বিরাটকে। ভক্তদের আবদার মেনে অটোগ্রাফও দেন। আরসিবি আইপিএল থেকে ছিটকে যাওয়ায় রোহিতদের সঙ্গেই যাওয়ার কথা ছিল কোহলির। কিন্তু শোনা যায়, তিনি বোর্ডের থেকে কয়েকদিন ছুটি চেয়েছেন। অবশেষে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দিলেন। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচে পাওয়া যাবে না বিরাটকে। নিউইয়র্ক পৌঁছনোর পর মূলত স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং চলছিল ভারতীয় দলের। বৃহস্পতিবার থেকে নেট প্র্যাকটিসে নেমে পড়লেন রোহিতরা।‌ 
  • Link to this news (আজকাল)