• North Korea: আবর্জনা পূর্ণ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠাল উত্তর কোরিয়া...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গ্যাস বেলুনে ময়লা এবং আবর্জনা ভর্তি করে দক্ষিণ কোরিয়ায় হামলা চালাল উত্তর কোরিয়া। প্রায় ২৬০টি বেলুন ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলা থেকে বাঁচতে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশের সাধারণ মানুষকে গ্যাস বেলুন এবং তার সঙ্গে বাঁধা প্লাস্টিকের ব্যাগ স্পর্শ না করার সতর্কবার্তা দেয়। বলা হয়, ব্যাগুলোতে প্রচারমূলক লিফলেট এবং নোংরা আবর্জনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার ন' টি প্রদেশে এই ধরনের আবর্জনাবাহী বেলুন পাওয়া গিয়েছে।পঞ্চাশের দশকে কোরিয় যুদ্ধের পর থেকেই উত্তর এবং দক্ষিণ কোরিয়া বিভিন্ন প্রোপাগান্ডা ক্যাম্পেনে বেলুন ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, বেলুনগুলোতে উত্তর কোরিয়ার কোনো প্রোপাগান্ডা লিফলেট রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে সীমান্ত অঞ্চলে দক্ষিণ কোরিয়ার অধিকারকর্মীদের লিফলেট ও আবর্জনা ছড়িয়ে দেওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই ঘটল এই বেলুন হামলা।
  • Link to this news (আজকাল)