• Arrest : মুর্শিদাবাদে উদ্ধার ১৫০ কেজি মাদক , গ্রেপ্তার রাজস্থানের দুই বাসিন্দা ...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ থেকে কলকাতাতে মাদক পাচার করতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি। ধৃত ব্যক্তিদের নাম ইশাক মহম্মদ এবং আরিয়ান খান। তাদের বাড়ি রাজস্থানের আলয়ার জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি লরি আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে প্রায় ১৫০ কেজি মাদক । ধৃত ব্যক্তিরা কোথা থেকে গাঁজা পেয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।" প্রসঙ্গত, ৩০ এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানা এলাকা থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩২২কেজি মাদক । কয়েকজন ব্যক্তি উত্তরবঙ্গ থেকে ওই মাদক পাচার করার সময় সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদক অত্যন্ত উন্নত। আন্তর্জাতিক বাজারে দাম প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদক উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্যে প্রস্তুত হওয়ার পর কিছুদিন আগে উত্তরবঙ্গের একটি জেলাতে পাচার করে আনা হয়। তারপর লরি করে সেই মাদক কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে।
  • Link to this news (আজকাল)