Donald Trump: ট্রাম্প দোষী সাব্যস্ত, অভিযোগ প্রমাণিত
আজকাল | ৩১ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: যৌন সম্পর্কের পর এক পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেওয়ার মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। সব মিলিয়ে ৩৪ টি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের ম্যানহাটান আদালতের ১২ জন জুরি ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এই প্রথম কোনও ফৌজদারি মামলায় আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন এই রায় রিপাবলিকানদের প্রতি জনমতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এই রায়ের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া আটকাবে না ট্রাম্পের। আদালত থেকে বেরোনোর সময় ট্রাম্প বলেন, আসল রায় দেবে দেশের মানুষ, আগামী নভেম্বরে। এই বিচার প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট এবং বিচারক হুয়ান মার্চেন্টকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন তিনি। রিপাবলিকান পার্টির সম্মেলনের চার দিন আগে ১১ জুলাই সাজা ঘোষণার দিন স্থির করেছেন বিচারক মার্চেন্ট।