• আইপিএলের মেগা নিলামে রিটেনশন নিয়ম নিয়ে আলোচনা শুরু, সংখ্যা বাড়াতে চায় ফ্র্যাঞ্চাইজিরা ...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সবে মাত্র শেষ হয়েছে আইপিএল। সামনে বিশ্বকাপ। তার মাঝেই পরের আইপিএলের দামামা বেজে গেল। চলতি বছরের ডিসেম্বরে মেগা নিলাম। সেই নিয়ে কর্তাদের মধ্যে এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু হয়ে গেল। আইপিএলের দলগুলোর পুরো খোলনলচে বদলে যেতে পারে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া নিশ্চিত। একইসঙ্গে অন্যান্য তারকারাও নিজেদের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য দলে পা বাড়াতে পারে। রিটেনশন নিয়ম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। আগের মিনি নিলামে চারজন প্লেয়ারকে ধরে রাখতে পেরেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তারমধ্যে একজন ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ (আর টিএম) কার্ড ব্যবহার করা যাবে। শোনা যাচ্ছে, এবারও একই নিয়ম থাকবে। চারজনকে ধরে রাখা যাবে। কিন্তু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এই সংখ্যা বাড়ার পক্ষে। অনেকেই চাইছে আটজনকে রিটেন করতে। কিন্তু বোর্ডের আশঙ্কা তাতে নিলামের আকর্ষণ কমে যেতে পারে। সেই কারণেই চারজনের নিয়মই রাখতে চাইছে বিসিসিআই। কেকেআরের সিইও ভেঙ্কি‌ মাইসোর মনে করেন, রিটেনশনের বদলে আটটা রাইট টু ম্যাচ কার্ড থাকা উচিত। সেক্ষেত্রে আটজন ক্রিকেটারকে তাঁদের মার্কেট ভ্যালুতে ধরে রাখা যাবে। আইপিএলের মধ্যেই এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা ছিল বোর্ড কর্তাদের। কিন্তু বৈঠক হয়নি। কবে সেই মিটিং হবে এখনও জানানো হয়নি। জুন মাসে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার বিশ্বকাপ শেষ হলেও হতে পারে সেই বৈঠক। 
  • Link to this news (আজকাল)