• Rohit Sharma: বাংলাদেশ ম্যাচে ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য রোহিতদের...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র চারদিন পরই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। ৫ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবেন রোহিতরা। নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল। তার আগে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পিচ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াতেই জোর দিচ্ছেন রোহিত। ওয়ার্ম আপ ম্যাচে পিচের চরিত্র বোঝার সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেটাররা। সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ারও বিষয় আছে। গত দু'মাস নৈশালোকের আলোয় আইপিএল খেলেছে ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু নিউইয়র্কে সকাল সাড়ে দশটায় খেলা শুরু হবে। তাই টাইম জোন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, 'আমরা আগে কোনওদিন এখানে খেলিনি। তাই আমরা এখানকার প্রবেশ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে আমাদের পরিবেশের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে হবে।' মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের কোনও পরিকাঠামো ছিল না। বিশ্বকাপের জন্য ড্রপ ইন পিচ নিয়ে আসা হয়েছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর হয় না। তাই এই পিচে মানিয়ে নেওয়া ভারতীয় দলের অন্যতম চিন্তার কারণ। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'মাঠ, পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগেই একটা ছন্দে চলে আসতে হবে। মাঠটা দেখতে সুন্দর। খোলা গ্রাউন্ড। এখানে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আমরা। স্টেডিয়ামের পরিবেশ কী হবে সেটা দেখতে চাই। আশা করছি ভালই হবে।' আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা না থাকলেও বিশ্বকাপ দেখতে মাঠে সমর্থক হবে বলেই মনে করছেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'প্রথমবার এখানে বিশ্বকাপ হচ্ছে। তাই নিউইয়র্কবাসীদের মাঠে এসে খেলা দেখার আগ্রহ থাকবে। আমি নিশ্চিত, ফ্যানরাও উত্তেজিত এবং বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছে। প্লেয়ার হিসেবে আমরাও মাঠে নামার জন্য উদগ্রীব।' শনিবার ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। 
  • Link to this news (আজকাল)