• T20 World Cup: নিউইয়র্কে প্র্যাকটিসের পরিকাঠামো নিয়ে খুশি নন রোহিতরা...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রথমদিন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং হয়। বৃহস্পতিবার নেট প্র্যাকটিসে নামেন রোহিতরা।‌ তবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্র্যাকটিসের পরিকাঠামো নিয়ে একেবারেই খুশি নয় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। সবকিছুই মেকশিফট। অর্থাৎ, অস্থায়ী। শুধুমাত্র বিশ্বকাপের জন্য বানানো হয়েছে। সেটা পিচ হোক বা প্র্যাকটিসের পরিকাঠামো। সেই রিপোর্টে বলা হয়েছে, 'সবকিছুই অস্থায়ী। পিচ থেকে অন্যান্য পরিকাঠামো। সবকিছুই অতি সাধারণ। ভারতীয় দল উদ্বেগ প্রকাশ করেছে।' ক্যানটিয়াগ পার্কে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। সেখানকার পরিকাঠামো নিয়েও অখুশি দ্রাবিড়। যদিও আইসিসির পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ভারতীয় দলের পক্ষ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। গত দু'মাস ধরে নৈশালোকের আলোয় খেলছে ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে দশটায়। তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। আদ্রতাও কম থাকবে। সকালে হালকা হওয়ার মধ্যে সাদা কুকাবুরা বলে খেলা চ্যালেঞ্জিং হতে পারে। তার প্রস্তুতিতে দ্রুত জেট ল্যাগ কাটিয়ে সকালে খেলার মানসিকতা আনতে হবে। শরীরকেও মানিয়ে নিতে হবে। সেই কারণেই ওখানকার টাইমজোন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিংয়ে জোর দেওয়া হয়। শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। 
  • Link to this news (আজকাল)