• Heat : ওড়িশাতে গরমে ১৪ জনের মৃত্যু
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : তীব্র গরমের জেরে ওড়িশায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পার করেছে। হাসপাতালে ইতিমধ্যে ৪০ জনের বেশি মানুষ ভর্তি রয়েছে। এর জেরে বেশ চিন্তিত ওড়িশা প্রশাসন। হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে গরম অনেকটাই বেশি। দিল্লিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করেছে। চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে হওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন ওড়িশাতে গরম চলবে। এই গরমের পিছনে রেমাল অনেকটাই দায়ী বলেও তাঁরা জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)