• Gratuity: ‌‌কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির সর্বোচ্চ সীমা বাড়ল...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার অর্থাৎ ১ জুন শেষ দফার ভোট। তার আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি লিমিট বৃদ্ধি পেল। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস এবং সেন্ট্রাল সিভিস সার্ভিসেস (পেনশন)–এর আওতাভুক্ত কর্মীদের গ্র্যাচুইটি লিমিট ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২০ লক্ষ টাকার বদলে গ্র্যাচুইটির অর্থের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। ২০২৪ এর ১ জানুয়ারি থেকে এই সংশোধিত হার কার্যকর হবে।
  • Link to this news (আজকাল)