• Gold : কম দামে সোনা কিনিয়ে দেওয়ার টোপ, মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার ২...
    আজকাল | ৩১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কথায় আছে লোভ করা ঠিক নয়। মহারাষ্ট্র বাস করা এক মহিলা কম দামে সোনা কেনার চেষ্টা করছিলেন। তাঁকে এক ব্যক্তি বলেন তিনি আধ কিলো সোনা তাঁকে কম দামে কিনে দেবেন। এই সোনা কিনতে তাঁকে ২৮ লক্ষ টাকা দিতে হবে। সেই মত মহিলা টাকা নিয়ে পৌঁছে যান। তবে সোনা তো দূর ওই মহিলার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কয়েকজন। মহিলার চিৎকারে সেখানে লোক জমে যায়। তাঁরা দুজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যায়। এরপর পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজ করছে পুলিশ। ওই মহিলাকে আগামীদিনে আরও সতর্ক থাকার কথা বলেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)